
নলছিটিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।
নলছিটি ( ঝালকাঠি) প্রতিনিধিঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় নলছিটির মোল্লারহাটে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
(৪ জানুয়ারি) রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় মোল্লারহাট চৌমাথায় দোয়া অনুষ্ঠিত হয়।
মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুস সালাম এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি নলছিটি- ২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী জনাব ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,
আরো উপস্থিত ছিলেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু,
অনুষ্ঠানের সঞ্চালনায় করেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার এ সময়ে অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হদুয়া বৈশাখিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কাশেম।