
বরিশাল লাহারহাটে মান্তা সম্প্রদায়ের স্থলভূমির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
বরিশাল সদর উপজেলার লাহারহাটে দীর্ঘদিন ধরে স্থলভূমির দাবিতে সংগ্রামরত মান্তা সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে একটি গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচির সার্বিক সহযোগিতা প্রদান করে ইয়ুথনেট গ্লোবাল।
মান্তা সম্প্রদায় মূলত নদী খাল বিলে ভাসমান নৌকাতেই প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে আসছে। সমাজের মূল ধারার বাইরে থাকা এ জনগোষ্ঠী এখনও মৌলিক মানবাধিকারের বেশ কয়েকটি ক্ষেত্র থেকে বঞ্চিত—নিরাপদ আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, এমনকি মৃত্যুর পর দাফন-কাফন পর্যন্ত তাদের কোনো নিশ্চিত ব্যবস্থা নেই। ফলে তাদের জীবনযাপন প্রতিদিনই নতুন অনিশ্চয়তার মধ্য দিয়ে চলতে হয়।
ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ জানান— “আমরা ২০১৬ সাল থেকে মান্তা সম্প্রদায়ের পাশে কাজ করছি। তারা সমাজের উপেক্ষিত এক জনগোষ্ঠী, যাদের অধিকারের কথা বলার জায়গাও নেই। মৃত্যুর পর কোথায় দাফন হবে—এমন সাধারণ বিষয়েও তারা অনিশ্চয়তার মধ্যে থাকে। তাদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আজকের গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে আমরা তাদের সম্মিলিত কণ্ঠকে শক্তিশালী করার চেষ্টা করেছি, যাতে রাষ্ট্র ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি এই বিষয়ে আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছায়।
কর্মসূচিতে মান্তা সম্প্রদায়ের নারী, পুরুষ ও তরুণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা স্থায়ীভাবে বসবাসের জন্য নির্দিষ্ট স্থলভূমি বরাদ্দ, শিক্ষা সুবিধা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানীয় জল, এবং দুর্যোগের সময় বিশেষ সুরক্ষা ব্যবস্থার দাবি জানান। অনেকেই আক্ষেপ করে বলেন, বছরের পর বছর নদীতে ভেসে জীবন কাটালেও সমাজ ও রাষ্ট্রের কাছে তারা আজও অবহেলিত।
উল্লেখ্য, এ গণস্বাক্ষর কর্মসূচিতে বরিশালের লাহারহাট, চরমোনাই গিলাতলী এবং তালতলী এলাকার শতাধিক মান্তা পরিবার অংশগ্রহণ করে। তাদের দাবিগুলো প্রাথমিকভাবে সংকলন করে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের উদ্যোগও নেয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
স্থানীয়রা মনে করেন, মান্তা জনগোষ্ঠীর স্থায়ী আবাসনের দাবি শুধু মানবিক নয়, বরং দীর্ঘমেয়াদে তাদের জীবনমান উন্নয়নের একমাত্র বাস্তবসম্মত পথ। এ ধরনের উদ্যোগ সামাজিক অন্তর্ভুক্তি ও মানবিক অধিকারের নিশ্চয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।