
দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্বোধন!
নিজস্ব প্রতিবেদক:-দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসক্লাবের উদ্বোধন করেন ঢাকা–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী।
অনুষ্ঠানে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহে মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল দক্ষিণের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, আবুল বাশার মজুমদার, সিনিয়র সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা। আরও উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী জাহাঙ্গীর আলম।
এছাড়াও ঢাকা–৫ আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজনরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাব সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এই প্রেসক্লাব এলাকাভিত্তিক সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।