
নলছিটিতে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো’র মরহুম জুলফিকার আলি ভূট্টো কবর জিয়ারত
ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর মনোনয়নপত্র বৈধ হওয়ার পরে প্রয়াত জনপ্রিয় সাংসদ মরহুম জুলফিকার আলি ভূট্টো’র কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেছেন।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের জেড,এ, ভূট্টো কলেজে তার মরহুম স্বামী প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলি ভূট্টোর কবর জিয়ারত করেন।এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।