
নলছিটিতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
নলছিটি প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক সফল ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম গিয়াস মাঝির রুহের মাগফেরাত কামনায় গতকাল ( ৫নভেম্বর) নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ৭১টি মসজিদে জুমাবাদ একযোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালুর সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সকল মসজিদে জুমা বাদ সাধারণ মুসল্লিদের পাশাপাশি ইউনিয়ন বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।