
ইমাম আইডিয়াল ফাউন্ডেশন আয়োজিত
বরিশাল বিভাগীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন শুরু ।
নিজস্ব প্রতিবেদকঃ ইমাম আইডিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বরিশাল বিভাগীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন শুরু হয়েছে।
সোমবার (১ লা ডিসেম্বর) সকাল ৯ টায় বরিশাল সিটির কাশিপুরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.মডেল মাদ্রাসায় বরিশাল জেলার অডিশন সম্পন্ন হয়েছে।
হাফেজ মাওঃ আব্দুল্লাহ বিন ফারুকের সভাপতিত্বে প্রধান বিচারক ছিলেন হাফেজ ক্বারী বেলাল মাদানী। অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাঃ ক্বারী ফয়জুল্লাহ, হাফেজ মাওঃ মাহফুজ, হাফেজ মাওঃ ইয়ামিন।
হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে বরিশাল জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় দুই শত শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
অডিশন শেষে ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই ক্যাটাগরিতে প্রতিযোগিদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম (ইমাম) বলেন, ইমাম আইডিয়াল ফাউন্ডেশন মানবতার সেবায় সব সময় নিয়োজিত।
বরিশাল বিভাগীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় ৬ টি জেলায় পর্যায়ক্রমে অডিশন হবে। এরপর আাগমী ২০ শে ডিসেম্বর ঝালকাঠির নলছিটি উপজেলায় জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদীন কওমি মাদ্রাসায় গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। গ্রান্ড ফাইনালে ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে।