1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু–দৈনিক বরিশাল বুলেটিন। সিলেটে বিএমএসএফের ১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন–দৈনিক বরিশাল বুলেটিন। পটুয়াখালীর গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট–দৈনিক বরিশাল বুলেটিন। নগরীর লালা দিঘী রক্ষায় পরিবেশ অধিদপ্তর-ইয়ুথনেট গ্লোবালের তৎপরতা ঝালকাঠিতে যুবদল নেতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরিক্ষার্থীদের ফরম ফিলাপের অর্থ প্রদান । ঝালকাঠিতে শতাধিক হিন্দু ধর্মাবলন্বীর জামায়াতে ইসলামীতে যোগদান ইসলামি ছাত্র আন্দোলনের নলছিটি উপজেলা কমিটি গঠন, মুসা সরদার সভাপতি, সাহাদাত সাধারণ সম্পাদক । ঢাকার পর এবার জয়পুরহাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্বোধন! নলছিটিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

বাকেরগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি শোডাউন, হামলায় আহত-৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

 

বাকেরগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি শোডাউন, হামলায় আহত-৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে কলসকাঠী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি শোডাউন ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নবগঠিত কমিটির সদস্য সাইদুল ইসলাম সজল (৩৫) সহ ৫জন আহত হয়েছেন। আহত সজল তালুকদার ঘোষিত কমিটির সভাপতি মিজানুর রহমান নাসিমের অনুসারী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কলসকাঠী বাজারে এ ঘটনা ঘটেছে।

সংঘর্ষে জড়ানো একপক্ষ দলটির নবগঠিত কলসকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান নাসিম ও সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা এবং অপরপক্ষ পদবঞ্চিত সাধারণ সম্পাদক প্রার্থী এইচ এম হাসান ইমাম খোকন ও সদ্যবিলুপ্ত কমিটির আহবায়ক আবুল বাশার বকুলের অনুসারী হিসেবে পরিচিত।

সুত্র জানায়, গত ২২ নভেম্বর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি স্বাক্ষরিত মিজানুর রহমান নাসিমকে সভাপতি ও আল আমিন মোল্লাকে সাধারণ সম্পাদক করে কলসকাঠী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। শুক্রবার বিকেলে কলসকাঠী বাজারে নবগঠিত কমিটি আনন্দ মিছিল ও ধানের শীষের সমর্থনে প্রচার মিছিলের আয়োজন করে। একই সময় পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ডাকে। দুই পক্ষের পাল্টাপাল্টি শোডাউনকে কেন্দ্র করে লাঠিসোটা নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা মহড়া দেয়। নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান নাসিমের নেতৃত্বে নেতাকর্মীরা ঢাপরকাঠী বাজার থেকে কলসকাঠী বাজারে আসার পথে গোডাউন সংলগ্ন রোডে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা চালায়। এতে বিএনপি নেতা সজল তালুকদারসহ ৫জন আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮ টা) এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

কলসকাঠী ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা বলেন, তাঁরা নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শুক্রবার বিকেলে কলসকাঠী বাজারে ধানের শীষের সমর্থনে প্রচার মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পদবঞ্চিত কিছু দুষ্কৃতকারী মিছিলে আসা নেতাকর্মীদের উপর হামলা করেন। এতে বিএনপি নেতা সজলসহ কয়েকজন আহত হয়। পরবর্তীতে প্রশাসনের অনুরোধে মিছিল না করে সংক্ষিপ্ত পথসভা করেন।

পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাদের নেতৃত্ব দেয়া সাধারণ সম্পাদক প্রার্থী এইচ এম হাসান ইমাম খোকন বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন। এ খবর শুনে ঘোষিত কমিটির লোকজন আনন্দ মিছিলের আয়োজন করে। দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের সেই আনন্দ মিছিল প্রতিহত করেছেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, কলসকাঠী ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা নিয়ে একই সময় দুটি পক্ষের একপক্ষ আনন্দ মিছিল এবং অপরপক্ষ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এতে দুই গ্রুপের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা থাকায় তার নেতৃত্বে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট