
নাচনমহল ইউনিয়নে আব্দুল আজিজ খলিফার নেতৃত্বে ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে গনসংযোগ করেন।
নলছিটি প্রতিনিধি :-ঝালকাঠি সদর – নলছিটি ২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গনসংযোগ করেন নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি, আব্দুল আজিজ খলিফা।
রবিবার (১০ নভেম্বর) বিকেলে নাচনমহল ইউনিয়নে বিভিন্ন জায়গায় গনসংযোগ করে । এসময় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষেরা অংশ নেন, এসময় গনসংযোগ, জন জোয়ারে রুপ নেয়।
গনসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খলিফা।বলেন, আমরা বিভেদ ভুলে সবাই এক সাথে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো কে বিপুল ভোটে জয়যুক্ত করবো। খালেদা জিয়াকে আমরা ঝালকাঠি – নলছিটি আসনকে উপহার দিবো।
আব্দুল আজিজ খলিফা বলেন যারা গুজব ছাড়াচ্ছে আবার নাকি নমিনেশন বদলি হবে, তারা বিএনপির শত্রু তারা বিএনপির করেনা, তারা নমিনেশনের জন্য বিএনপি করছে। এখন নমিনেশন পায় নাই, এখন ধানের শীষে বিপক্ষে কথা বলছে আমরা তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, আমরা নাচনমহল বাসী ধানের শীষে ভোট দিয়ে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো কে জয়ী করবো। বিভেদ ভুলে যেয়ে আমরা সবাই এক। আমরা দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমানের সৈনিক।
আমাদের মার্কা একটাই ধানের শীষ।
আমরা খেটে ধানের শীষ কে জয়ী করে ঘরে যাবো।
এসময় গনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ খলিফা, নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি।হুমায়ূন কবির (হিমু), নাচনমহল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
নাচনমহল ইউনিয়ন যুবদলের সভাপতি খোকন, নাচনমহল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক, আল আমিন, লালচান হাং, ইলিয়াস, জুয়েল, হানিফ, সাইদুল ইসলাম মেহেদী সহ, নাচনমহল ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ।