লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটির সভাপতি পদে আবেদন জমা দিলেন আমিনুল ইসলাম আইমান।
ওয়াসীম আকরাম, বৈরুত -লেবানন :-লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটি গঠনের প্রক্রিয়ায় সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছেন প্রবাসী বাংলাদেশি রাজনীতিবিদ আমিনুল ইসলাম আইমান। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং পরিশ্রমী নেতৃত্বগুণের ভিত্তিতে তাকে সভাপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন দলের অনেক সিনিয়র নেতা-কর্মী।
লেবাননে আগমনের পর থেকেই বিএনপির আদর্শকে ধারণ করে রাজনৈতিক যাত্রা শুরু করেন আইমান। এম. হোসেন ও মানিক মোল্লা কমিটির প্রাথমিক সদস্য পদ নিয়ে সংগঠনী কার্যক্রমে তার পথচলা শুরু হলেও, খুব দ্রুতই তিনি কর্মদক্ষতা, আন্তরিকতা ও ত্যাগের মাধ্যমে নেতৃত্বে নিজস্ব অবস্থান তৈরি করেন।
২০০৯–২০১০ সালে বিল্লাল বেপারী ও সিপন মোল্লা নেতৃত্বাধীন কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি সংগঠনের ভীত আরও মজবুত করেন। এরপর লেবানন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে তার দক্ষ ও কর্মী-বান্ধব নেতৃত্ব যুবদলকে নতুন গতিশীলতা এনে দেয়।
দীর্ঘদিন ধরে তিনি লেবানন বিএনপির সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সিনিয়র উপদেষ্টা থেকে শুরু করে বর্তমানে আহবায়ক কমিটির সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিটি পদেই তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও দৃঢ় নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
মানিক মোল্লা ‘সংগঠনের কারিগর’ পরিচয়ের উত্তরসূরি আইমান।লেবানন বিএনপির অভিজ্ঞ নেতা মানিক মোল্লাকে দলীয় সংগঠনের একজন প্রধান কারিগর হিসেবে গণ্য করা হতো। দলের ভিত গড়ে তোলা, কর্মীদের একত্রিত করা এবং সংগঠনে শৃঙ্খলা আনতে তার ভূমিকা ছিল অনন্য।
দলীয় নেতা-কর্মীদের মতে—ঠিক একই ধাঁচে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতা, কর্মীদের প্রতি আন্তরিকতা, এবং দলকে সুসংগঠিত করার সক্ষমতার জন্যই অনেকেই আমিনুল ইসলাম আইমানকে ‘লেবানন বিএনপির দ্বিতীয় মানিক মোল্লা’ বলে অভিহিত করেন।
এমন তুলনার পেছনে রয়েছে তার দীর্ঘ ১৫–১৮ বছরের নিরলস কাজ, সবস্তরের কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক, এবং সংকটে-সময়ে সাহসী নেতৃত্ব।
আবেদনপত্রে আইমান উল্লেখ করেছেন—লেবানন বিএনপির সার্বিক উন্নয়ন, সংগঠনের সঠিক দিকনির্দেশনা, প্রবাসীদের কল্যাণে উদ্যোগ গ্রহণ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে তার অভিজ্ঞতা ও দক্ষতাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে চান তিনি।
তার আবেদনকে ঘিরে অনেকেই মনে করছেন—
লেবানন বিএনপির আগামী নেতৃত্বে একটি শক্তিশালী, অভিজ্ঞ এবং সংগঠনের প্রতি নিবেদিত একজন ব্যক্তি হিসেবে আইমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।