খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরগুনার গৌরীচন্না বাজার কেন্দ্রীয় জামেমসজিদ দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, বরগুনা:-খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরগুনার গৌরীচন্না বাজার কেন্দ্রীয় জামেমসজিদ দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বরগুনার গৌরীচন্না বাজার কেন্দ্রীয় জামেমসজিদ মসজিদে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা জেলার ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব, গৌরিচন্না বাজার কেন্দ্রীয় জামেমসজিদের সাধারণ সম্পাদক জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব এর উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা এ দোয়া মাহফিলের আয়োজন করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট আইনজীবী জননেতা জনাব মোঃ আব্দুল ওয়াসী মতিন। জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গৌরিচন্না বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মোঃ ইউসুফ আলী মল্লিক। বাজারের দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম হোসেন, মসজিদ ও বাজার ব্যাবসায়ী কমিটির সদস্য বৃন্দ, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ ও মুসুল্লিগন ।
মসজিদের প্রধান খতিব মাওলানা কেন্দ্রীয়শাহ আলম, মিলাদ পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা, কামনা করেন।