ঝালকাঠি-২ আসনের গন অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর'র মতবিনিময় সভা
ঝালকাঠি প্রতিনিধি:-গন-অধিকার পরিষদ থেকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনয়ন পাওয়া প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর নির্বাচনী কার্যক্রম শুরুর আগে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। আজ (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাহমুদুল ইসলাম সাগর বলেন, গণঅধিকার পরিষদ কর্তৃক মনোনীত ঝালকাঠি-২ আসনের (ঝালকাঠি-নলছিটি) জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। আমার নির্বাচনী প্রতীক হলো ট্রাক। আমার মার্কা ট্রাক- এই ট্রাক উন্নয়নের পথে দুর্বার গতিতে এগিয়ে চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরই একজন আমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। রাজনীতিতে পা রাখার আমার একটিমাত্র কারণ বঞ্চনা। দীর্ঘদিন ধরে যারা আমাদের জনপ্রতিনিধি ছিলেন, তারা সকলেই আমাদের সাথে প্রতারণা করেছেন। সাধারণ জনগণ হিসেবে আমরা সুযোগ-সুবিধা পাওয়া তো দূরের কথা, তাদের সাথে দেখা পর্যন্ত করতে পারিনি। তারা নির্বাচিত হয়েছেন ঝালকাঠি থেকে, আর থেকেছেন দিনের পর দিন ঢাকায়। দীর্ঘদিন ধরে ঝালকাঠি ও নলছিটির মানুষের একটি প্রাণের দাবি রয়েছে একটি সংযোগ সেতু।
আমি নির্বাচিত হলে, আমার প্রথম ও প্রধান কাজ হবে ঝালকাঠি ও নলছিটির মধ্যে এই অত্যাবশ্যকীয় সংযোগ সেতুটি নির্মাণ করা। এটি শুধু দুইটি স্থানকে সংযুক্ত করবে না, এটি হাজারো মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনকে গতিশীল করবে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা আজকে আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। এই দুর্নীতিকে শিকড় থেকে উপড়ে ফেলতে আমি বদ্ধপরিকর। আমাদের জীবনরেখা ঝালকাঠির অর্থনীতিতে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিব। আধুনিক প্রযুক্তির ব্যবহার, ন্যায্যমূল্যে সার-বীজ সরবরাহ এবং কৃষকের উৎপাদিত পণ্যের সঠিক বাজার নিশ্চিত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
মাদক আমাদের তারুণ্যের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। মাদক ব্যবসায়ীরা আমাদের সমাজের শত্রু। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমি 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করব। গোড়া থেকে মাদক ব্যবসায়ীদের উৎখাত করার জন্য সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজে বেড়ে উঠতে পারে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের অধিকার আমাদের সমাজে মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে। তারা না খেয়ে মরলেও কারো কাছে চাইতে পারে না, আবার সহ্যও করতে পারে না। এই নীরব কান্না আমাকে ব্যথিত করে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত—উভয় শ্রেণীকেই সকল সুযোগ-সুবিধার আওতায় আনার জন্য আমি বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করতে চাই এবং স্বাবলম্বী সমাজ আমি যাকাতের গতানুগতিক ব্যবহার পরিবর্তন করে এর সর্বোত্তম ব্যবহার চালু করতে চাই। আমার লক্ষ্য: একজনকে এমনভাবে যাকাতের অর্থ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে তিনি আর কখনো যাকাত গ্রহণকারী না হয়ে, পরবর্তী বছর তিনি অন্য কাউকে যাকাত দিতে পারেন। এটি একটি স্বাবলম্বী সমাজ গঠনে সহায়ক হবে।
একটি বিশেষ অনুরোধ আমার প্রাণপ্রিয় ভোটার ভাই ও বোনদের কাছে, দুই-চার হাজার টাকার বিনিময়ে আপনার মূল্যবান ভোট বিক্রি করবেন না। আপনার একটি ভোট পাঁচ বছরের জন্য আপনার ভাগ্য নির্ধারণ করে। আপনার ভোট দিন সৎ ও যোগ্য প্রার্থীকে, যে আপনার পাশে থাকবে।
তিনি আরও বলেন, আমার ঢাকা বা বরিশালে কোনো বাড়িঘর নেই। আমি আপনাদের সন্তান। আমি নির্বাচিত হলেও, ইনশাআল্লাহ, আপনাদের পাশেই থাকব, ঝালকাঠি ছেড়ে কোথাও যাব না। আমি এখানে নেতা হতে আসিনি। আমি আপনাদের সন্তান এবং ভাই হয়ে থাকতে চাই। আমার হয়তো বা কারো ভোট কেনার সামর্থ্য নেই, কিন্তু আমি কথা দিচ্ছি, আপনাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে আমি ইনশাআল্লাহ আপনার পাশে সবার আগে দাঁড়াতে পারব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ঝালকাঠি সদর উপজেলা আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব মিলন মাহমুদ, ছাত্র-অধিকার পরিষদ ঝালকাঠি পৌর শাখা
সভাপতি রিয়াদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ২০২৫ দুপুর ১২টায় আলরাজি টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দ্বিতীয় ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করেন