কাঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
মোঃ কামরুল হাসান মুরাদ : ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পূর্ব ছিটকী দারুল কোরআন তৈয়্যেবিয়া হাফিজি মাদ্রাসায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) আসরবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্র দল নেতা ও ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন লড়েছেন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।”
দোয়া পরিচালনা করেন দারুত তাকওয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নাছরুল্লাহ বিন তৈয়্যেব।
মাহফিলে স্থানীয় মুসল্লি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাদের এ দোয়া আয়োজন ভবিষ্যতেও চলবে।