নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগ, জনতার ঢল।
নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠি - ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির নলছিটিতে ব্যাপক গণসংযোগ করেছেন।
শনিবার( ৮নভেম্বর ) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতির পাশাপাশি সাধারণ জনতার ঢল দেখা যায়।
তিনি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বোয়ালিয়া বাজার থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে আনন্দ বাজার, গোচরা,দত্ত বাড়ি, ফুলতলা, মানপাশা বাজার, মালোয়ার, কালিয়ারজোর, মাদবপাশা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের গণসংযোগ করেন।
এসময় জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা ছালু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শহিদুল হক শহিদ, ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মল্লিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক আরিফ তালুকদার,সদস্য সচিব রিয়াজ হোসেন, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক, যুবদল নেতা আশিকুর রহমান সুজন, ইউনিয়ন যুবদল সভাপতি একলাস হোসেন মুন্না, ইউনিয়ন যুবদল নেতা হাসান শিকদার, ইউনিয়ন ছাত্রদল সভাপতি এম,এ আজগর,সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম তানসেন, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মালেক খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।