যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা যুবদলের নেতৃবৃন্দের বিশাল মিছিল সহকারে যোগদান_
ঝালকাঠি সংবাদদাতা : জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার জেলা যুবদলের আয়োজনে সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।

র্যালী ও আলোচনা সভায় জেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ডেপুটি এ্যর্টনি জেনালের জহিরুল হক সুমন,জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু, যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাবুল, আজাদুর রহমান, জাহিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন,সদস্য সচিব লাভলু সিকদার,পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ, সদস্য সচিব সালাউদ্দিন রাজন প্রমুখ।
এর আগে নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঝালকাঠি মিনি পার্ক চত্বরে জড়ো হন। সেখান থেকে উপজেলা নেতৃবৃন্দ সকল নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে ঝালকাঠি মিনি স্টেডিয়ামের সম্মুখে আলোচনা সভা ও র্যালীতে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সারা বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গন জোয়ার ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সভা শেষে রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম আকনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।